ongoing activities of tobacco control program BIWTC will take immediate action to stop the use and sale of tobacco inside the ferries. On October 15, 2023, Sunday, a consultation meeting titled 'Importance and actions to be taken to implement the Law on Smoking and Tobacco Use (Control) in Maritime Transport and Public Places' was held at the BIWTC Head Office under the joint initiative of the Development Activities of Society (DAS), Bangladesh Anti-Tobacco Alliance (BATA), and Bangladesh Inland Water Transport Corporation (BIWTC). Aminul Islam Bakul, Team Lead of the DAS-Tobacco Control Program, presided over the meeting, where Mr. Ferdous Alam, (Additional Secretary), Chairmen, BIWTC, was the chief guest. DAS Policy Analyst Asrar Habib gave a PowerPoint presentation on the program, moderated by Moazzem Hossain Tipu, Senior Program Officer, DAS Tobacco Control Program. বাটার উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধনের দাবীতে পালিত হলো জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৩ `জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করুন’’- প্রতিপাদ্য বিষয়টাকে সামনে নিয়ে গত ৯ অক্টোবর ২০২৩ পালিত হলো জাতীয় তামাকমুক্ত দিবস। ২০১১ সাল থেকে তামাক নিয়ন্ত্রণে কর্মরত বেসরকারী সংগঠনগুলো এই দিনটিকে পালন করে আসছে। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ তামাক বিরোধী জোটের উদ্যোগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে একটি অবস্থান কর্মসূচি পালন করা হয়। বাটা’র ভারপ্রাপ্ত সমন্বয়কারী জনাব হেলাল আহমেদ এর নেতৃত্বে অবস্থান কর্মসূচীটি অনুষ্ঠিত হয়। জোটের অঙ্গ সংগঠন হিসেবে ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অফ সোসাইটি- ডাস্ এর পক্ষে সিনিয়র প্রোগ্রাম অফিসার মোয়াজ্জেম হোসেন টিপু ও রবিউল আলম লিটন কর্মসূচিতে যোগদান করেন। এছাড়া জোটভূক্ত অন্য সংগঠনের কর্মীরাও কর্মসূচীতে যোগদান করেন। সকাল ১১.০০টা হতে শুরু হয়ে কর্মসূচিটি বেলা ১২.০০ টায় শেষ হয়। ২১ সেপ্টেম্বর ২০২৩ বেলা ১২ টায় গাবতলী বাস টার্মিনালে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: মোতাছেম বিল্লাহ, আদালত-১০ এর নেতৃত্বে মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়। মোবাইল কোর্টে গণপরিবহনে ধূমপান প্রতিরোধে প্রায় ৩০ টি গাড়ির চালককে সচেতন করা সহ গাড়িতে নিজ উদ্যোগে ধূমপানমুক্ত স্টিকার লাগানোর ব্যাপারে তাগিদ দেয়া হয়।মোবাইল কোর্টে ডাসের কর্মীবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন গাড়ির দৃশ্যমান জায়গায় ধূমপানমুক্ত স্টিকার লাগান। On 24th September 2023, DAS successfully Organized a vigilance team meeting with the launch owner, labourer, vigilance team members and others at Sadarghat Launch Terminal, Dhaka. জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি’র মহাপরিচালক মহোদয় গত ১ সেপ্টেম্বর ২০২৩ ডাস্ আয়োজিত একটি মতবিনিময় সভায় তাঁর সকল প্রতিষ্ঠানকে ধূমপানমুক্ত ঘোষণা করেন। ঘোষণা বাস্তবায়নে ২০ সেপ্টেম্বর ২০২৩ বিএমইটি’র প্রধান কার্যালয়ে ধূমপানমুক্ত বোর্ড স্থাপন করা হয়। বোর্ড স্থাপনকালে বিএমইটি’র প্রশাসন বিভাগের সম্মানিত পরিচালক জনাব কাইজার মোহাম্মদ ফারাবী, উপসচিব নিজে উপস্থিত থেকে কাজে সহযোগিতা করেন। ডাসের পক্ষে তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির টীমলীড জনাব আমিনুল ইসলাম বকুল, সিনিয়র প্রোগ্রাম অফিসার জনাব মোয়াজ্জেম হোসেন টিপু, প্রোগ্রাম অফিসার জনাব রবিউল আলম ও কর্মসূচি সহায়ক জনাব মাহমুদুর রহমান চঞ্চল উপস্থিত ছিলেন। ৩১ আগষ্ট অনুষ্ঠিত বিআইডব্লিউটিসি, আরিচা-পাটুরিয়া কর্মকর্তাদের সাথে নদীপথে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ে আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ ও পরবর্তীতে করনীয় বিষয়ে ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মোঃ খালেদ নেওয়াজ -এর আরিচা বিআইডব্লিউটিসি অফিসে ডেভলপমেন্ট একটিভিটিস অফ সোসাইটি-ডাস প্রতিনিধির সাথে বিষদ আলোচনা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর তামাক নির্মূলের ঘোষনাকে গুরুত্বপূর্ন বিবেচনায় উপ-মহাব্যবস্থাপক জানান, খুব শীঘ্রই তিনি অধস্তন কর্মকর্তাদের নিয়ে করনীয় বিষয়ে আলোচনায় বসবেন। আলোচনায় নিম্নোক্ত বিষয়গুলো গুরুত্ব পায়ঃ ফেরীগুলোতে দৃশ্যমান স্থানে বিশেষ করে ক্যান্টিন ও ছাদে তামাক বিরোধী তথ্য সম্বলিত বোর্ড স্থাপন করা যেতে পারে। স্টিকার অধিক সময় স্থায়ী হয় না তাই রং করে স্থায়ী ধূমপানমুক্ত সাইনেজের ব্যবস্থা করা দরকার। কর্তব্যরত বিআইডব্লিউটিসি কর্মকর্তাদের সমন্বয়ে তামাক নিয়ন্ত্রন মনিটরিং জোরদার করতে হবে। আলোচনায় অন্যান্যদের মধ্যে গোয়ালন্দ বিআইডব্লিউটিসি কর্মকর্তা ও ডাস-বাংলাদেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ১৩ সেপ্টেম্বর ২০২৩ মাগুরা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইফুজ্জামান শিখরের সাথে তামাক নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তিনি বলেন তামাক নিয়ন্ত্রণের বিষয়ে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার শুন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসবেন সেই লক্ষ্যে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। এ সময় ডাসে্র প্রোগ্রাম অফিসার রবিউল আলম এবং প্রশাসন ও হিসাব কর্মকর্তা রূপালী খাতুন উপস্থিত ছিলেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি তে সদ্য যোগদান করা মহাপরিচালক জনাব সালেহ আহমদ জাফর স্যার এর সাথে তাঁর কার্যালয়ে ২০ সেপ্টেম্বর’২৩ ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অফ সোসাইটি-ডাস্ এর একটি প্রতিনিধিদল শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে তারা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বিএমইটির করণীয় বিভিন্ন বিষয়াদি নিয়ে কথা বলেন। আলোচনান্তে সম্মানিত মহাপরিচালক সদ্য বিদায়ী মহাপরিচালকের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং সেগুলি সঠিকভাবে বাস্তবায়নের আশ্বাস দেন। ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অফ সোসাইটি - ডাস্ এর উদ্যোগে ৩ ডিসেম্বর ২০২২ গোয়ালন্দ ঘাট বাজারে জনস্বাস্থ্য রক্ষায় সকল ধরণের নৌপরিবহন ও পাবলিক প্লেসে ধূমপান বন্ধের জন্য ভিজিলেন্স টীমের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডাসের পক্ষে তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের টীম লীডার জনাব আমিনুল ইসলাম বকুল সহ প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ, ডাস বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব আমিনুল ইসলাম লিন্টু সহ তামাক বিরোধী জোটের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ভিজিলেন্স টীমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ডেভলপমেন্ট এ্যাক্টিভিটিস অব সোসাইটি-ডাস্, বাংলাদেশ তামাক বিরোধী জোট -বাটা এবং দাতাসংস্থা দি ইউনিয়নের যৌথ সহযোগিতায় বিআইডবিøউটিএ-সদরঘাট, ঢাকার অডিটরিয়ামে “নৌ-পরিবহণে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের গুরূত্ব ও করণীয়”- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডাস্ তামাক নিয়ন্ত্রণ প্রকল্পর টীম লীডার জনাব আমিনুল ইসলাম বকুল ও বাংলাদেশ তামাক বিরোধী জোট - বাটা’র এর ভারপ্রাপ্ত সমন্বয়কারী জনাব হেলাল আহমেদ এবং ধারণাপত্র উপস্থাপন করেন ডাস্’র পলিসি এনালিস্ট জনাব আসরার হাবীব। সভাটি সঞ্চালনা করেন ডাস্’র সিনিয়র প্রোগ্রাম অফিসার জনাব মোয়াজ্জেম হোসেন টিপু। সভায় পরোক্ষ ধূমপান প্রতিরোধে লঞ্চ ও টার্মিনালের অভ্যন্তরে বিড়ি-সিগারেটসহ অন্যন্য তামাকজাত পণ্য বিক্রি ও ধূমপান অবিলম্বে বন্ধের আহবাণ জানান বক্তারা। নৌবন্দরে পরোক্ষ ধূমপানের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে ০৩ ডিসেম্বর ২০২২ দি ইউনিয়ন এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভলপমেন্ট এ্যাক্টিভিটিস অফ সোসাইটি -ডাস্ ও বাংলাদেশ তামাক বিরোধী জোট - বাটা’র যৌথ আয়োজনে সংগঠনদ্বয়ের সদস্যবৃন্দ ঢাকা হতে পাটুরিয়া- গোয়ালন্দ অভিমুখে যাত্রা করে। যাত্রাকালে তারা লঞ্চঘাট, ফেরীঘাট, ফেরী এবং লঞ্চের ধূমপানের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে এবং যারা ধূমপান করেছে তাদেরকে ধূমপানের ক্ষতিকর বিষয়গুলি অবহিত করে । পাবলিকের সচেতনতা বৃদ্ধির জন্য তারা লঞ্চঘাট, ফেরীঘাট, ফেরী এবং লঞ্চে পরোক্ষ ধূমপানের প্রতিবাদে মানববন্ধন সহ বিভিন্ন ধরণের স্টীকার লাগিয়ে তাদের প্রচার কার্যক্রম অব্যহৃত রাখে। ওযান টু ওয়ান এ্যাডভোকেসীতে ২২ ডিসেম্বর'২২ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী অফিসার জনাব মো. মিজানুর রহমানের (অতিরিক্ত সচিব) সাথে ডাস্ প্রতিনিধি জনাব মোয়াজ্জেম হোসেন সাক্ষাত করেন। সাক্ষাতকালে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাকে ধূমপানমুক্ত করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। ওযান টু ওয়ান এ্যাডভোকেসীতে ২১ ডিসেম্বর'২২ বিআইডব্লিউটিএ সদরঘাটের ইনচার্জ জনাব মো. আলমগীর কবিরের (যুগ্ম পরিচালক, বন্দর ও পরিবহন বিভাগ) সাথে ডাস্ প্রতিনিধি জনাব মোয়াজ্জেম হোসেন সাক্ষাত করেন। সাক্ষাতকালে তিনি সদরঘাট লঞ্চ টার্মিনালকে ধূমপানমুক্ত করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। On December 21, Mr. Moazzem Hossain, a DAS representative, met with Mr. Alamgir Kabir and the head of BIWTA Sadarghat (Joint Director, Ports and Transport Department). Throughout the discussion, he committed to do everything in his capability to make the Sadarghat launch terminal smoke-free. ডেভলপমেন্ট এ্যাক্টিভিটিস অফ সোসাইটি - ডাস্ এর উদ্যোগে ১৫ ডিসেম্বর'২২ সায়েদাবাদ বাসস্ট্যান্ডে জনস্বাস্থ্য রক্ষায় বাস টার্মিনাল এবং পাবলিক পরিবহনে ধূমপান বন্ধের জন্য ভিজিলেন্স টীমের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব কাজী সেলিম সরোয়ার এর সভাপতিত্বে সভায় ভিজিলেন্স টীমের সদস্যবৃন্দ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ। ১৪ ডিসেম্বর'২০২২ বেলা ১১.০০ টায় ঢাকার কলেজগেটে (সোহরাওয়ার্দি হাসপাতালের সামনে) সড়ক পরিবহন আইন ও ধূমপান বিরোধী আইন নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিআরটিএর’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আদালত-৫) জনাব তরিকুল ইসলাম। মোবাইল কোর্টের মাধ্যামে তিনি পাবলিক বাসের চালক ও হেল্পারদের গাড়িতে ধূমপান বিরোধী স্থায়ী সাইনেজ লাগানোর জন্য তাগিদ দেন, নিজে কয়েকটি গাড়িতে স্টিকার লাগান এবং আইন অমান্যকারীদেরকে সতর্ক করে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিআরটিএ ঢাকা বিভাগীয় অফিসের প্রতিনিধি শেখ মাহাতাব উদ্দিন ও সার্জেন্ট পুলিশের এসআই জনাব আসাদুজ্জামান। মোবাইল কোর্টে ডাস্ এর পক্ষে জনাব মোয়াজ্জেম হোসেন টিপু ও মো. রবিউর আলম উপস্থিত থেকে তামাক বিরোধী বিভিন্ন স্টীকার লাগানোর ক্ষেত্রে বিআরটিএকে সহযোগিতা করেন। ০৩ ডিসেম্বর ২০২২পাটুরিয়া-আরিচা আঞ্চলিক কার্যালয়ে নৌবিভাগে কর্মরত দায়িত্বপ্রাপ্ত মেরিন অফিসার জনাব মোঃ আব্দুস সাত্তার সাহেবের সাথে ডাসের প্রতিনিধি সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ তামাক নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলেন এবং তামাক নিয়ন্ত্রণ আইনের একটি বই প্রদান করা হয়। ১৩ অক্টোবর'২২ জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে "তামাক নিয়ন্ত্রণে প্রধান প্রতিবন্ধকতা কোম্পানীর হস্তক্ষেপ"- শীর্ষক মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ তামাক বিরোধী জোট -বাটা সহ ১২ টি সংগঠন। কর্মসুচিতে ডাসের পক্ষে বক্তব্য রাখেন ডাসের টিসিপি প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোয়াজ্জেম হোসেন টিপু। ডাসের পক্ষে কর্মসুচিতে আরও উপস্থিত ছিলেন টিসিপি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. রবিউল আলম ও পলিসি এনালিস্ট আসরার হাবীব নিপু । পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন ধূমপানমুক্ত করার মাধ্যমে জনগণকে পরোক্ষ ধূমপানের ক্ষতিকর দিক হতে রক্ষা করতে সকল পরিবহন শ্রমিক সংগঠনদের ঐকান্তিক সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন বক্তারা। তারা বলেন পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন শতভাগ ধূমপানমুক্ত হলে জনগণ উপকৃত হবে। অদ্য ১৪ আগস্ট ২০২২ সকাল ১০.৩০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভলপমেন্ট এ্যাক্টিভিটিস অব সোসাইটি-ডাস্ ও বাংলাদেশ তামাক বিরোধী জোট-বাটা’র যৌথ আয়োজনে এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও দাতাসংস্থা দি ইউনিয়নের যৌথ সহযোগিতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে “গণপরিবহনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয়”- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩১ অক্টোবর ২০২২ বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) ও ডব্লিউবিবি ট্রাস্ট এর যৌথ আয়োজনে ঢাকা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী এবং তোফাজ্জল হেসেন মানিক মিয়া মিলনায়তন, ঢাকা প্রেসক্লাবে ”তামাক নিয়ন্ত্রণে প্রধান অন্তরায় কোম্পানীর হস্তক্ষেপ”-শীর্ষক আলোচনার সভার আয়োজন করে। কর্মসূচীদ্বয়ে বাটার সদস্য সংগঠন হিসেবে ডেভলপমেন্ট এ্যাক্টিভিটিস অফ সোসাইটি- ডাস্ এর পলিসি এনালিস্ট আসরার হাবীব নিপু উপস্থিত ছিলেন। ডেভলপমেন্ট এ্যাক্টিভিটিস অফ সোসাইটি (ডাস্) ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)’র যৌথ উদ্যোগে ৩০ অক্টোবর ২০২২ মহাখালী বাস টার্মিনালে “ধূমপানমুক্ত বাস” স্টীকার লাগানো হয়। কর্মসূচিতে মহাখালী বাস টার্মিনালের ভিজিলেন্স টীমের সদস্যবৃন্দ এবং ডাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ভিজিলেন্স টীমের সদস্যরা মহাখালী বাস টার্মিনালকে সম্পূর্ণরূপে ধূমপানমুক্ত করে একটি মডেল হিসেবে সকলের সামনে দাঁড় করানোর অঙ্গীকার জ্ঞাপন করেছেন। ০২ নভেম্বর ২০২২ নৌবন্দরে পরোক্ষ ধূমপানের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে যাত্রা" শীর্ষক কর্মসূচিটি পালনের উদ্দেশ্যে সদরঘাট থেকে চাঁদপুর পর্যন্ত যাওয়া হয়। এই সময় চাঁদপুর জেলা প্রশাসক এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোস কমিটির জেলা সভাপতি জনাব কামরুল হাসান মহোদয়ের সাথে পর্যবেক্ষণ টিমের একটি সভা অনুষ্ঠিত হয়। ডাস আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করে ডাব্লউবিবি ট্রাস্ট, এইড ফাউন্ডেশন, বাংলাদেশ তামাক বিরোধী জোট, সিসিডিএস, টিসিআরসি, বিইআর এবং সিএলপিএ। নৌবন্দরে পরোক্ষ ধূমপানের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে গত ০২ নভেম্বর ২০২২ দি ইউনিয়ন এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভলপমেন্ট এ্যাক্টিভিটিস অফ সোসাইটি -ডাস্ ও বাংলাদেশ তামাক বিরোধী জোট - বাটা’র যৌথ আয়োজনে সংগঠনদ্বয়ের সদস্যবৃন্দ সদরঘাট টু চাঁদপুর যাত্রা করে। যাত্রাকালে তারা পর্যবেক্ষনের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত মৌখিক প্রতিবেদন নিয়ে চাঁদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান স্যারের সাথে সাক্ষাত করে। সাক্ষাতে প্রতিনিধিদল জেলায় টাস্কফোর্স কমিটির সভার নিয়মিতকরণ এবং তাদের দেয়া প্রতিবেদনের উপর যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য ডিসি মহোদয়কে অনুরোধ করেন। আলোচনান্তে ডিসি মহোদয় তার জেলার সকল পাবলিক প্লেসকে ধূমপানমুক্ত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে উপস্থিত সকলকে আশ্বাস প্রদান করেন। Head Office : Home/Holding # 0671-00, Ward # 07, Chaklapara to Harinakundu Highway Road, Mohishakundu, Jhenaidah Sadar-7300.Tell : +88 0451-61429, Cell: +88 01711-210293 E-mail: [email protected], [email protected] Navigation : Jhenaidah DC OfficeMicrocredit Regulatory Authority (MRA)NGO Affairs BureauFacebookGoogle Mail Dhaka Office : House # 13/21, Block-B, Babor Road, Mohammadpur, Dhaka, Bangladesh. Tell: +88 0451 61429, Cell:+88 01711 44 90 19, E-mail: [email protected], [email protected]