On the initiative of DAS, miking was conducted for prevention of dengue in Harinakundu Upazila of Jhenaidah district.
On the initiative of DAS, miking was conducted for prevention of dengue in Harinakundu Upazila of Jhenaidah district.
ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অফ সোসাইটি - ডাস্ এর উদ্যোগে ৩ ডিসেম্বর ২০২২ গোয়ালন্দ ঘাট বাজারে জনস্বাস্থ্য রক্ষায় সকল ধরণের নৌপরিবহন ও পাবলিক প্লেসে ধূমপান বন্ধের জন্য ভিজিলেন্স টীমের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডাসের পক্ষে তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের টীম লীডার জনাব আমিনুল ইসলাম বকুল সহ প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ, ডাস বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব আমিনুল ইসলাম লিন্টু সহ তামাক বিরোধী জোটের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ভিজিলেন্স টীমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেভলপমেন্ট এ্যাক্টিভিটিস অব সোসাইটি-ডাস্, বাংলাদেশ তামাক বিরোধী জোট -বাটা এবং দাতাসংস্থা দি ইউনিয়নের যৌথ সহযোগিতায় বিআইডবিøউটিএ-সদরঘাট, ঢাকার অডিটরিয়ামে “নৌ-পরিবহণে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের গুরূত্ব ও করণীয়”- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডাস্ তামাক নিয়ন্ত্রণ প্রকল্পর টীম লীডার জনাব আমিনুল ইসলাম বকুল ও বাংলাদেশ তামাক বিরোধী জোট - বাটা’র এর ভারপ্রাপ্ত সমন্বয়কারী জনাব হেলাল আহমেদ এবং ধারণাপত্র উপস্থাপন করেন ডাস্’র পলিসি এনালিস্ট জনাব আসরার হাবীব। সভাটি সঞ্চালনা করেন ডাস্’র সিনিয়র প্রোগ্রাম অফিসার জনাব মোয়াজ্জেম হোসেন টিপু। সভায় পরোক্ষ ধূমপান প্রতিরোধে লঞ্চ ও টার্মিনালের অভ্যন্তরে বিড়ি-সিগারেটসহ অন্যন্য তামাকজাত পণ্য বিক্রি ও ধূমপান অবিলম্বে বন্ধের আহবাণ জানান বক্তারা।
১৩ অক্টোবর'২২ জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে "তামাক নিয়ন্ত্রণে প্রধান প্রতিবন্ধকতা কোম্পানীর হস্তক্ষেপ"- শীর্ষক মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ তামাক বিরোধী জোট -বাটা সহ ১২ টি সংগঠন। কর্মসুচিতে ডাসের পক্ষে বক্তব্য রাখেন ডাসের টিসিপি প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোয়াজ্জেম হোসেন টিপু। ডাসের পক্ষে কর্মসুচিতে আরও উপস্থিত ছিলেন টিসিপি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. রবিউল আলম ও পলিসি এনালিস্ট আসরার হাবীব নিপু ।
পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন ধূমপানমুক্ত করার মাধ্যমে জনগণকে পরোক্ষ ধূমপানের ক্ষতিকর দিক হতে রক্ষা করতে সকল পরিবহন শ্রমিক সংগঠনদের ঐকান্তিক সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন বক্তারা। তারা বলেন পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন শতভাগ ধূমপানমুক্ত হলে জনগণ উপকৃত হবে। অদ্য ১৪ আগস্ট ২০২২ সকাল ১০.৩০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভলপমেন্ট এ্যাক্টিভিটিস অব সোসাইটি-ডাস্ ও বাংলাদেশ তামাক বিরোধী জোট-বাটা’র যৌথ আয়োজনে এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও দাতাসংস্থা দি ইউনিয়নের যৌথ সহযোগিতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে “গণপরিবহনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয়”- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩১ অক্টোবর ২০২২ বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) ও ডব্লিউবিবি ট্রাস্ট এর যৌথ আয়োজনে ঢাকা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী এবং তোফাজ্জল হেসেন মানিক মিয়া মিলনায়তন, ঢাকা প্রেসক্লাবে ”তামাক নিয়ন্ত্রণে প্রধান অন্তরায় কোম্পানীর হস্তক্ষেপ”-শীর্ষক আলোচনার সভার আয়োজন করে। কর্মসূচীদ্বয়ে বাটার সদস্য সংগঠন হিসেবে ডেভলপমেন্ট এ্যাক্টিভিটিস অফ সোসাইটি- ডাস্ এর পলিসি এনালিস্ট আসরার হাবীব নিপু উপস্থিত ছিলেন।
ডেভলপমেন্ট এ্যাক্টিভিটিস অফ সোসাইটি (ডাস্) ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)’র যৌথ উদ্যোগে ৩০ অক্টোবর ২০২২ মহাখালী বাস টার্মিনালে “ধূমপানমুক্ত বাস” স্টীকার লাগানো হয়। কর্মসূচিতে মহাখালী বাস টার্মিনালের ভিজিলেন্স টীমের সদস্যবৃন্দ এবং ডাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ভিজিলেন্স টীমের সদস্যরা মহাখালী বাস টার্মিনালকে সম্পূর্ণরূপে ধূমপানমুক্ত করে একটি মডেল হিসেবে সকলের সামনে দাঁড় করানোর অঙ্গীকার জ্ঞাপন করেছেন।
০২ নভেম্বর ২০২২ নৌবন্দরে পরোক্ষ ধূমপানের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে যাত্রা" শীর্ষক কর্মসূচিটি পালনের উদ্দেশ্যে সদরঘাট থেকে চাঁদপুর পর্যন্ত যাওয়া হয়। এই সময় চাঁদপুর জেলা প্রশাসক এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোস কমিটির জেলা সভাপতি জনাব কামরুল হাসান মহোদয়ের সাথে পর্যবেক্ষণ টিমের একটি সভা অনুষ্ঠিত হয়। ডাস আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করে ডাব্লউবিবি ট্রাস্ট, এইড ফাউন্ডেশন, বাংলাদেশ তামাক বিরোধী জোট, সিসিডিএস, টিসিআরসি, বিইআর এবং সিএলপিএ।
নৌবন্দরে পরোক্ষ ধূমপানের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে গত ০২ নভেম্বর ২০২২ দি ইউনিয়ন এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভলপমেন্ট এ্যাক্টিভিটিস অফ সোসাইটি -ডাস্ ও বাংলাদেশ তামাক বিরোধী জোট - বাটা’র যৌথ আয়োজনে সংগঠনদ্বয়ের সদস্যবৃন্দ সদরঘাট টু চাঁদপুর যাত্রা করে। যাত্রাকালে তারা পর্যবেক্ষনের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত মৌখিক প্রতিবেদন নিয়ে চাঁদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান স্যারের সাথে সাক্ষাত করে। সাক্ষাতে প্রতিনিধিদল জেলায় টাস্কফোর্স কমিটির সভার নিয়মিতকরণ এবং তাদের দেয়া প্রতিবেদনের উপর যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য ডিসি মহোদয়কে অনুরোধ করেন। আলোচনান্তে ডিসি মহোদয় তার জেলার সকল পাবলিক প্লেসকে ধূমপানমুক্ত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে উপস্থিত সকলকে আশ্বাস প্রদান করেন।
মহামারি করোনা ব্যাধির কারণে মৃত ব্যাক্তিদের সৎকারের বা দাফন-কাফনে সাধরণ মানুষ ভূমিকা রাখতে না পারায় আত্বীয়দের অবর্ণনীয় দুঃখ কষ্টভোগ করতে হয়, এবিষয়টি উপলব্ধি করে-চাকলা পাড়া আল এহসান জামে মসজিদ দাফন কমিটির আবেদনের প্রেক্ষিতে ডাস্ ঝিনাইদহ এর উদ্দ্যোগে ও মাসুদ করিমের সহায়তায় তাদেরকে প্রয়োজনীয় পিপিই প্রদান করা হয়, এর প্রেক্ষিতে দাফন কমিটি জরুরি দাফন কাজে প্রশাসনকে যথাযথ সহায়তা করতে পারবে। আমরা এরই সাথে প্রশাসনকে ঝিনাইদহের সকল সৎকার বা দাফন কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা ও পর্যাপ্ত পিপিই সরবরাহের বিনীত অনুরোধ রাখছি।
আউট অব স্কুল চিল্ড্রেন শিক্ষা কর্মসূচি (PEDP-4) এর অধীনে ঢাকা, মোহাম্মদপুর থানার শিক্ষক/শিক্ষিকা ও সুপারভাইজারদের ১২ দিন ব্যাপী (গত ২৩ নভেম্বর থেকে ০৬ ডিসেম্বর ২০২২) পর্যন্ত, বার্ডো অডিটরিয়াম, মিরপুর, ঢাকা। আয়োজনে: জেলা শিক্ষা ব্যুরো, ঢাকা। বাস্তবায়ন সহায়ক সংস্থা: ব্র্যাক শিক্ষা কর্মসূচি'র বুনিয়াদি প্রশিক্ষণ চলছে। উক্ত প্রশিক্ষণে সহযোগী সংস্থা হিসেবে DAS/ডাস্ এর শিক্ষা প্রকল্পে’র শিক্ষক/শিক্ষিকা ও সুপারভাইজার প্রশিক্ষণ অংশগ্রহণ করছেন।
ডাস সংগৃহিত কেরু কোম্পানির হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক দোকানে পাওয়া যাচ্ছে আপনারা উৎপাদিত মূল্যে সংগ্রহ করতে পারবেন। উল্লেখ্য যে জনগণের চাহিদা বিবেচনায় রেখে এরকম উদ্দ্যোগ নেওয়া হয়েছে, মুনাফার উদ্দেশ্যে নয়।
31 March 2020 at 10.30 AM, the Development Activities Of Society-DAS a development organisation distributes different food items among the 5o low income families in Jhenaidah Sadar Upazila who are now at home quarantine to prevent corona virus. Mr. Mizanur Rahman Mizan, OC of Jhenaidah Thana and Mr. Asaduzzaman, Chairperson, Mr. Abul Kalam Azad Executive Director and Chandan Bosu Mukto Director of the organisation were present at the food distribution program at DAS Head office.
Head Office :
Home/Holding # 0671-00, Ward # 07, 
Chaklapara to Harinakundu Highway Road, Mohishakundu, Jhenaidah Sadar-7300.Tell : +88 0451-61429, Cell: +88 01711-210293 E-mail: [email protected]
webmail: [email protected]  
Dhaka Office :
House # 13/21, Block-B, Babor Road,Mohammadpur, Dhaka, Bangladesh.Tell: +88 0451 61429,   Cell:+88 01711 44 90 19 E-mail: [email protected] webmail:  [email protected]